Home / প্রবাসী / বাংলাদেশ এখন প্রশিক্ষিত জনশক্তি বিদেশ পাঠাচ্ছে : এলজিআরডি প্রতিমন্ত্রী
lgrd

বাংলাদেশ এখন প্রশিক্ষিত জনশক্তি বিদেশ পাঠাচ্ছে : এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন,‘দেশে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ এখন দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠাচ্ছে। প্রতিটি জেলা থেকে দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা থেকে ১৬ হাজার দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে।’

তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ’বৈদেশিক কর্মসংস্থানের জন্যে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহীদুল আলম।’

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, নূর-ই- আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম,শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধ্ াসিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্য্য আরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দিকে লক্ষ্য রাখেন। তাঁর সুদৃষ্টি পেলে সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগে। আগামিতে দক্ষ জনশক্ষি বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক অর্থ উপর্জনে এগিয়ে যাব।

বার্তা কক্ষ , ১৯ সেপ্টেম্বর ২০১৯