চাঁদপুরে মতলব উত্তর উপজেলার প্রস্তÍাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহফুজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ধরণের খেলার আয়োজনের মাধ্যমে মতলব সহ সারা বাংলাদেশে অগ্রনী ভূমিকা রাখবে । এ টুর্নামেন্টের মাধ্যমে তৃণমুল পর্যায় থেকে ক্ষুদে প্রতিভাবান থেলোয়াড় তৈরি হচ্ছে। এসব খেলাধুলার মাধ্যমে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। তারা ভালো খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে।
অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি আরো বলেন, পড়াশুনার পাশিপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে এবং সচেতন করে তুলে।
তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি শিশু-কিশোরদের শারিরিক এবং মানসিক বিকাশে সহযোগিতা করে। তাই পড়ালেখার পাশাপাশি তাদেরকে নিয়মিত খেলাধূলায় অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।
খেলাধুলা সমাজের অপরাধ মুলক কর্মকান্ড থেকে যুবসমাজকে দুরে রাখে। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মন তাকে উৎফুল । যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদুর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’
অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি সম্প্রতি একশ্রেণির ছেলেধরার গুজব সর্ম্পকে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর সেই পদ্মাসেতু নিয়ে চক্রান্তকারীরা গুজব ছড়াচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন জোয়ার বইছে। সারা বিশে^ শেখ হাসিনার উন্নয়ন এখন রোল মডেল। আ’লীগের এই উন্নয়নে ইশান্বিত হয়ে দেশে এক শ্রেণীর লোকেরা গুজব ছড়িয়ে যাচ্ছে। তাই কেহ গুজবে কান দিবেন না।
চক্রান্তকারীরা গুজব ছড়িয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।
অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর মুল ভিত্তি। এর উপরই নির্ভর করে সন্তানদের মেধাবী হওয়ার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদেরকে অনেক সম্মান করেন। তাই তিনি শিক্ষকদের জন্য অনেক খল্যানকর কাজ করেছেন। তাদের মর্যাদা বাড়িয়েছেন। তাই আপনারা আগামী দিনের এই প্রজন্মগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে আরো দায়িত্ববান ও যতœবান হয়ে আন্তরিকতার সহিত পাঠদান করবেন। তাহলেই জাতির জনকের স্বপ্নের সেসানার বাংলা গড়ে উঠবে।
প্রথমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন ১১ নং ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ৬৩ নং নাছিরার কান্দি সরকারি প্রাাথমিক বিদ্যালয়। এ খেলায় ৬৩ নং নাছিরার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ০২-০১ গোলে জয়লাভ করে।
পরের খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহণ করেন ০৯ নং দক্ষিণ ব্যাসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ৮৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ট্রাইবেকারে ৮৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৫-০৩ গোলে জয়লাভ করেন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া। এসময় অনুষষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, মোঃ অলিউল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সাহাবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।
ধারা ভাষ্যকার ছিলেন দৈনিক সময়ের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি কামরুজ্জামান হারুন ও রহমত আলী মাষ্টার,আবদুল হালিম মাষ্টার।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল, ২৮ জুলাই ২০১৯