বিএনপি জামায়াত জোট সরকারের আমলের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন মঙ্গলবার (৩০ এপ্রিল) ১২টি মামলায় চাঁদপুর আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন। সকালে তিনি লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরে আসেন।
আদালতে এহছানুল হক মিলনের পক্ষে আইনজীবী ছিলেন কামরুল ইসলাম। কিন্তু তিনি অসুস্থ থাকায় সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর ও জুনিয়র আইনজীবী অ্যাড. মাইনুল ইসলামের মাধ্যমে আদালতে হাজিরা দেন।
অ্যাড. মাইনুল ইসলাম জানান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ড. মহিউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাংচুরের ঘটনা সহ প্রায় ৩৫টি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় এহছানুল হক মিলনকে হাজত বাস খাটতে হয়েছে।
তিনি জিআর ৪২/১০, ৩৩/১০, এসসিসি ৩৫/১৪, এসসি-১০৮, ৯৩/১৫,২৭০/১৫, ২৪৬/১৭, ৯৯/১৫, ১৬/১৪, ১৪২/১৭, ৯৯/১৪ এই ১২টি মামলায় তিনি চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলমের আদালতে হাজিরা দেন। প্রতিটি মামলায় এহছানুল হক মিলনকে প্রধান আসামী করা হয়েছিল।
মিলনের বিরুদ্ধে মাটি চুরি, ভ্যানেটি ব্যাগ চুরি, গাড়িতে হামলা সহ প্রায় ৩৫টির মতো মামলা দায়ের করা হয়। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীণ অবস্থায় চলমান রয়েছে। বাকি ৯টি মামলায় তিনি খালাস পেয়েছেন।
মঙ্গলবার আদালতে উল্লেখিত মামলায় তিনি নিয়মিত হাজিরা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসব মামলার পরবর্তী হাজিরার তারিখ ১৮ জুন ও ৩ সেপ্টেম্বর ধার্য্য করা হয়েছে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
৩০ এপ্রিল ২০১৯