জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর কুলখানি উপলক্ষে চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড জাতীয় পার্টির আয়োজনে দোয়া, মিলাদ ও তবারুক বিতরণ করা হয়েছে।
৩০ আগস্ট শুক্রবার বাদ জুমা পুরাণবাজার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে গরীব ও অসহায়দের মাঝে তবারু
ক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিএম নুরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মহসিন খান, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, জেলা জাতীয় পার্টির সাকেক দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি চুন্নু বেপারী, সহ-সভাপতি সাগর মিয়া, আলী মুন্সি, সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, যুগ্ম সম্পাদক জয়নাল মিয়া, বাদল তালুকদার, সদস্য জামাল খান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপ্রধান হুসেইন মুুহাম্মদ এরশাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।
প্রতিবেদক- আাশিক বিন রহিম, ৩০ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur