চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিড-ডে মিল খেয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার।
বুধবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও শারমিন আক্তার। বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করার পরপরই শিক্ষার্থীদের পাশে বসে দুপুরের খাবার খেয়েছেন তিনি।
এসময় ইউএনও শারমিন আক্তার বলেন,শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় শিশুদের স্কুলমুখী করতে সরকারের প্রাথমিক শিক্ষা অধিদফতরের পর মাধ্যমিক শিক্ষা অধিদফতর মিড-ডে মিল চালু করেছে। এরই অংশ হিসেবে মতলব উত্তর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালু করা হয়েছে।
ইউএনও শারমিন আক্তার এসময় আরো বলেন, আমাদের সন্তানদের পুষ্টি ও শিক্ষার বিষয়ে নজর দিতে হবে। তারা মেধা বিকাশের সুযোগ পেলেই দেশকে ঠিকভাবে এগিয়ে নিতে পারবো। শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পুষ্টির যেন অভাব না হয়। তারা যেন সারাদিন বিদ্যালয়ে অভুক্ত না থাকে, সেই চিন্তা থেকে মিড ডে মিল চালু করা হয়েছে।
তিনি বলেন, এখনো যেসব বিদ্যালয় বাকি আছে, অচিরেই সেগুলোতেও মিড ডে মিল শুরু হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবার বড় ভূমিকা রয়েছে।
এই কার্যক্রম চালু করায় ইউএনও শারমিন আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া, প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল স্বচ্ছতার সঙ্গে পালনের নির্দেশনা দেন তিনি। তিনি প্রত্যেকটি বিদ্যালয়ে সততা স্টোর চালু নিশ্চিত করার জন্য আহবান জানান।
এর আগে তিনি মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি -৩ অর্থায়নে বুধবার দুপুরে সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম, তবলা, ফুটবল, ভলিবল বিতরণ, ডিজিটাল হাজিরা ও মিড ডে মিল কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওটারচর উচ্চ বিদ্যালযয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হানিফ দর্জি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভাশিস ঘোষ,,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, সাবেক প্রধান শিক্ষক ও মতলব উত্তর উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ প্রধান।
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ৩ অক্টোবর ২০১৯