মতলব দক্ষিণ

চাঁদপুরে শিক্ষক নেতা আজিজুল ইসলামের স্মরণ সভা ও মিলাদ

চাঁদপুরের মতলবে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক আন্দোলনের অন্যতম কেন্দ্রিয় বর্ষীয়ান শিক্ষকনেতা মরহুম আজিজুল ইসলামের স্মরণে শুক্রবার (২৯ মার্চ ) বাদ জুমা মতলব দক্ষিণ উপজেলা আ.লীগ কার্যালয়ে এক স্মরণসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলা মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভায় সমিতির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সদস্য মজলিস আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আবদুল গনি।

মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আবদুল গনি কেন্দ্রিয় নেতা মরহুম আজিজুল ইসলাম দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও দাবি আদায়ে আমৃত্য ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,‘বর্ষীয়ান মাধ্যমিক শিক্ষক নেতা স্বাধীনতার পর থেকেই বেসকারি শিক্ষকদের দাবি আদায়ে অন্যান্য নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর সাথে দেখা করে সেরকারি শিক্ষকদের চাকুরি প্রাথমিক শিক্ষকদের মত জাতীয়করণ ও বেতন বৃদ্ধির প্রস্তাব দেন।’

তিনি আরো বলেন,‘পরবর্তীতে ১৯৮০ সালে ৫০% স্কেলভূক্তি, ১৯৮৪ সালে এমপিও প্রাপ্তি , ১৯৮৭ সালে ১০০ টাকা বাড়িভাড়া, ১০০ টাকা মেডিক্যাল ভাতা, ইনক্রিমেন্ট ও বেতনভাতা ৭০ ভাগে উন্নতিকরণ , ১৯৯০ ও ১৯৯৪ সালের শিক্ষক আন্দোলনের অগ্রজ নেতৃত্ব, অসম্মানজনক বাড়ি ভাড়া প্রত্যাহার, উৎসব ভাতা,কল্যাণস্ট্রাট ও অবসর সুবিধা প্রাপ্তির তিনি আন্দোলন করেন। ১৯৯৪ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিনের সাথে দফায় দফায় বেঠকে যোগদান করে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন।’

২০০৭ সালের শতভাগ বেতন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে তাঁর অবদান ছিলো প্রসংশনীয়। ১৯৯৭ সালে জাতীয় সকল শিক্ষকসহ তৎকালীন শিক্ষামন্ত্রী এএইচএম সাদেকের সাথে রুদ্ধদার বৈঠক করেন। সবশেষে জাতীয়করণের ইস্যুর যৌতিকতায় আন্দোলন করে গেছেন। প্রতিটি আন্দোলনের নীতিনির্ধারক ও কৌশলীদের মধ্যে তিনিও ছিলেন একজন। তিনি ছিলেন দেশের বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অবিসংবাদিত নেতা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.জালাল উদ্দিন সাগর, উত্তর উপজেলা কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.আল-আমিন, দপ্তর সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক আবু হানিফ,সদস্য শাখাওয়াত হোসেন। মিলাদ দোয়া পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি মো.জাহাঙ্গীর আলম।

প্রসঙ্গত ,দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক আন্দোলনের অন্যতম কেন্দ্রিয় বর্ষীয়ান শিক্ষকনেতা মরহুম মো.আজিজুল ইসলাম ৩১ জানুয়ারি ঢাকায় মৃত্যূবরণ করেন । তিনি তেজগাঁ আদর্শ স্কূল এন্ড কলেজের প্রধানশিক্ষক ছিলেন ।

১৯৬০ সালে প্রথম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার রতনদিয়া সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৮ বিকয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক পদে যোগদান করেন্। ১৯৮৭ সালে মহানগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধানশিক্ষক পদে যোগদান করেন্ ।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক
২৯ মার্চ, ২০১৯

Share