চাঁদপুর

চাঁদপুরের মেঘনায় নিখোঁজ হওয়া মায়ের পর এবার মিললো সন্তানের মরদেহ

চাঁদপুর মতলব উত্তরে মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যাওয়া নিখোঁজ তিন মাসের শিশু মোহাম্মদের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদরের কালিরচর গ্রাম সংলগ্ন নদী থেকে চরআব্দুল্লাহ নৌ-পুলিশ ভাসমান মরদেহটি উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার শিশু সন্তান পড়ে যাওয়ায় নদীতে ঝাঁপিয়ে পড়া মা কহিনুর রহমান ইভার (৩০) মরদেহ উদ্ধার করে। নিহত কহিনুর মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।

চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ-পুলিশ সেখানে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। বিকেল সাড়ে ৪টার দিকে নানা নাসিরউদ্দিন মোহাম্মদের মরদেহ শনাক্ত করেন।

গত সোমবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম-২ নামে লঞ্চে করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন মা কহিনুর রহমান ইভা। লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাটে নোঙর না করায় মা ইভা তার সন্তান নিয়ে নামতে পারেননি।

পরে চাঁদপুরের মতলবের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছালে মায়ের কোল থেকে তিন মাসের শিশু নদীতে পড়ে যায়। এ সময় সন্তানকে বাঁচাতে মা ইভাও নদীতে ঝাঁপ দেন।

আরও পড়ুন…

চাঁদপুরের মেঘনায় নিখোঁজ হওয়া মা’র লাশ মিললো মুন্সিগঞ্জে

শিশুকে বাঁচাতে লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দিলেন মা : দু’জনই নিখোঁজ

বার্তা কক্ষ
২৭ ফেব্রুয়ারি,২০১৯

Share