সারাদেশ

চাঁদপুর থেকে ফেরার পথে মেঘনায় ট্রলারডুবি : ৯ জেলের মৃতদেহ উদ্ধার

চাঁদপুর থেকে মাছ বিক্রি শেষে ফেরার পথে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে ২৪ জেলেসহ মেঘনায় ডুবে যাওয়া ট্রলার থেকে নয়জন জেলের মৃতদেহ উদ্ধার করেছে বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

১১ নভেম্বর সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর এলাকাধীন মাছকাটা নদী থেকে ডুবে যাওয়া ট্রলার ও নয়জনের লাশ উদ্ধার করা হয়।

এর আগে রোববার রাতে আরো একটি লাশ উদ্ধার করা হয়। তবে ট্রলার ডুবির ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে।

নিহত নয়জন জেলে হলেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটের মৃত নুরুল হকের ছেলে কামাল দালাল (৩৫), একই এলাকার কাদের মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৮), কাদের বেপারীর ছেলে নূরনবী বেপারী (৩০), ছলিমন মাতব্বরের ছেলে মফিজ মাতব্বর (৩৫), এছিন পাটোয়ারীর ছেলে নজরুল ইসলাম (৩৫), মোসলেউদ্দিন মাঝির ছেলে কবির হোসেন (৪০), ইসমাইল খানের ছেলে বিল্লাল (৩২), মৃত মুজিবল হক মুন্সীর ছেলে আব্বাস মুন্সী (৪৪) ও মৃত জামাল বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪৪)। রোববার রাতে উদ্ধার হওয়া নিহত ব্যক্তির নাম খোরশেদ।

এসআই কমল চন্দ্র দে বলেন, ‘রোববার ঝড়ের কবলে পড়ে ২৪ জন জেলেসহ মেঘনায় একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এ সময় স্থানীয় কোস্টগার্ডের তৎপরতায় ১৩ জন উদ্ধার হয়। তবে ১১ জন নিখোঁজ ছিল।’

এসআই বলেন, রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় মাছকাটা নদীতে ডুবে যাওয়া ওই ট্রলারটির সন্ধান পাওয়া যায়। এ সময় সেখান থেকে খোরশেদ নামের একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সোমবার রাতে ওই ট্রলারটি উপরে তোলা হলে একে একে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের স্বজনরা ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে এসআই কমল জানিয়েছেন।

বরিশাল জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক ১০ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনো এক জেলে নিখোঁজ রয়েছে। তাঁকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ১০ নভেম্বর রোববার দুপুর পৌনে ১টার দিকে ভোলার রাজাপুর সংলগ্ন মেঘনা নদীতে ২১ জেলেসহ ২৪ জন নিয়ে একটি ট্রলার ডুবে যায়। পরে সন্ধ্যা ৭টায় কোস্টগার্ডের ডুবুরি দল এক জেলের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীসহ পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালায়।

ডুবে যাওয়া ট্রলারের মালিক চরফ্যাশনের তোফায়েল মাঝি জানান, চাঁদপুরে মাছ বিক্রি শেষে ২১ জেলে ও তিনজন মেহমানসহ ভোলার চরফ্যাশনের উদ্দেশে সকালে রওনা দেন। ঘটনাস্থলে এসে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়।

বার্তা কক্ষ, ১২ নভেম্বর ২০১৯

Share