চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে চাঁদপুর কোর্ট স্টেশন এলাকার দায়িত্বরত গেইটম্যান রেল গেইট বন্ধ না করায় চট্রগ্রামমুখী আন্ত:নগর মেঘনা এক্সপ্রেসের সাথে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ঘ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।
এ ঘটনায় মাইক্রোবাসে (যার নং-চট্র মেট্রো-১১-৪৯৪২) থাকা ১৯ জন আরোহী তাদের প্রাণে রক্ষা পেয়েছে বলে ঘটনা প্রত্যাক্ষ্যকারী ব্যাক্তিরা ও শহরের পুরাণবাজার পুলিশ ফাঁড়ির টিএসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩মিনিটে শহরের কোর্ট স্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়র বলছেন চাঁদপুর রেলওয়ে কোর্টস্টেশন এলাকার সিসি ক্যামেরার ফুটেজে এ ঘটনার ভিডিওচিত্র থাকতে পারে। মাইক্রোবাসের যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা গেইটম্যান মফিজুর রহমান ওরফে মফিজকে খুঁজে না পেয়ে কোর্টস্টেশন মাস্টার মো:শাহজাহান ও শফিকুর রহমানকে বিষয়টি অবগত করেরছেন।
ঘটনার সময় প্রত্যক্ষ্যদর্শী ব্যবসায়ী মো: আমিনুল ইসলাম আমিন ওনাইট গার্ড সেলিম গাজী জানান, আন্ত:নগর মেঘনা এক্যপ্রেস ট্রেনটি ছেড়ে চাঁদপুর কোর্ট স্টেশন এলাকার রেলওয়ে গেইট ঘর সংলগ্ন রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিও রেল-ক্রসিং পার হতে যায়। এ সময় কোর্টস্টেশন এলাকার রেল ক্রসিংয়ের ২পাশের ২টি গেইট খোলা ছিলো।
ঘটনার ১৫ মিনিট পর গেইটম্যান মফিজুর রহমান চাঁদপুর কোর্টস্টেশন গেইট ঘরের কাছে এসে ঘটনা জানতে পেরে সে জানান,অধিকাংশ গেইটে রাতে গেইটম্যান থাকে না স্থানীয় দোকানদার,কমিউনিটি পুলিশ ও এলাকাবাসী ট্রেন দেখে গেইট বন্ধ করে দেয়।
এ ব্যাপারে মফিজুর রহমান মফিজের সাথে জানতে চাইলে সে ঘটনার সত্যতা স্বীকার করে তার কর্র্তৃপক্ষকে না জানাতে ও পত্রিকায় সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।
প্রসঙ্গত,চাঁদপুর শহরের গুরুত্বপূর্ন ও ব্যাস্ততম রেলওয়ে রেলক্রসিং কালিবাড়ি কোর্টস্টেশন। এখানে রাত-দিন ২৪ ঘন্টা যেমন জনসাধারনের যাতায়াত করে থাকে। তেমনই যানবাহন ও চলাচল করে থাকে।
এ ব্যাপারে চাঁদপুর-লাকসাম রেলপথের দায়িত্বে ও গেইটম্যানদের দায়িত্বে থাকা কর্মকর্তা মো:লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি এ ঘটনার বিষয়ে মোটও অবগত হইনি। সাংবাদিকদের মাধ্যমে এখনই জানলাম। আমি ঘটনা সম্পর্কে যেনে গেইটম্যানের দায়িত্বে থাকা ব্যক্তির দায়িত্ব অবহেলার জন্য ব্যবস্থা নেয়া হবে।
বার্তা কক্ষ
২৭ ফেব্রুয়ারি, ২০১৯