মতলব দক্ষিণ

মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে অফিসার ইনচার্জের মতবিনিময়

ছেলেধরার নামে গুজব ও মিথ্যা অপপ্রচার রোধকল্পে মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় করেন থানার অফিসার ইন-চার্জ এ.কে.এম.এস ইকবাল।

গত ২৫ জুলাই বিকাল ৪টায় থানার অফিসার ইনচার্জের আয়োজনে মতলব প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইন-চার্জ এ.কে.এম.এস ইকবাল বলেন-সারাদেশে ছেলেধরার নামে যে গুজব ছড়িয়েছে তা বন্ধে ও জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

তিনি আরো বলেন, দেশের একটি স্বাধীনতা বিরোধী চক্র অস্থিরতা সৃষ্টির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার জন্য মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছেন। এ গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরার নামে নিরীহ নারী ও পুরুষদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য বলেন।

গত কয়েকদিন যাবৎ অফিসার ইন-চার্জের নেতৃত্বে থানা কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতামূলক সভা করেন। যেমন ড. এম সামছুল হক মডেল কলেজ, নারায়ণপুর ডিগ্রি কলেজ, নওগাঁও রাশেদীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, নওগাঁও উচ্চ বিদ্যালয়, বহরী উচ্চ বিদ্যালয়, হযরত শাহ্জালাল উচ্চ বিদ্যালয়, আশি^নপুর ও নারায়ণপুর পপুলার উচচ বিদ্যালয়সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হয়। ওসি আরো বলেন, জনগণ যাতে গুজবে কান না দেয় এবং কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে পারে। তিনি সাংবাদিক ও পুলিশ এক হয়ে এ গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহ্ফুজ মল্লিক, কোষাধ্যক্ষ রেদওয়ান আহম্মেদ জাকির, প্রচার সম্পাদক আব্দুল মান্নান ও দপ্তর সম্পাদক কামাল হোসেনসহ মতলব প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিখ, ২৪ জুলাই ২০১৯

Share