Home / চাঁদপুর / চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে প্রশাসনের মতবিনিময়
Meetup-with-head-teahcer

চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং বিভিন্ন কলেজের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

এসময় তিনি বলেন,পৃথিবীতে বাবা মায়ের পরেই শিক্ষকদের স্থান। কিন্ত আজকে দেখা যাচ্ছে সেই শিক্ষকদের দ্বারাই শিক্ষার্থীরা নির্যাতনের স্বীকার হচ্ছে। একজন শিক্ষার্থীকে সারা জীবনের জন্য কলঙ্কের বোজা বয়ে বেড়াতে হচ্ছে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনার ঘরে যেমন মা বাবা ভাই বোন আছে তাদের নিয়ে যেমন শান্তিতে বসবাস করতেছেন দেশটিতো ঠিক সেই রকম। মনে রাখবেন আপনার ঘরটি যেমন আপনার নিজের ঠিক তেমনি এই দেশটিও আপনার নিজের। কাজেই এই দেশে শান্তি শৃঙ্খলা আপনাকেই নিশ্চিত করতে হবে।এভাবে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলেই এই দেশটি সোনার বাংলায় পরিনত হবে।

তিনি বলেন, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক, অভিবাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতা মূলক সভা করতে হবে।প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে আইনশৃঙ্খলা মিটিং করতে হবে।আপনাদের কোন ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে।কারন চাঁদপুর একটি শান্তির শহর এখনে আমরা কোন ভাবেই বিশৃঙ্খলা হতে দিবো না।

তিনি বলেন, চাঁদপুরে একটি শিক্ষা প্রতিস্ঠানের দেয়ালের লোহার শিকের সাথে একটি শিশু গেথে গিয়েছে। চাঁদপুরে কোন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে লোহার শিক থাকবে না।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো- ১)প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জরুরী সময়ে সভা করতে হবে ২)ইউনিয়ন পরিষদের আইনশৃংখলা সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অন্তভুক্ত করতে হবে। ৩)স্কুলের আভ্যন্তরীন বিভিন্ন কমিটিগুলো সক্রিয় করতে হবে। ৪)প্রাত্যহিক সমাবেশ পর্যায়ক্রমে ইভটিজিং ,মাদক বাল্যবিবাহ,নিরাপদ সড়ক,জঙ্গিবাদ এর কুফল সর্ম্পকে আলোচনা করতে হবে।

৫)কমপক্ষে২০জন শিক্ষাথীকে নিয়ে একটি দল গঠন করতে হবে।ঐদলের সার্বিক দায়িত্ব পালন করবেন একজন শিক্ষক । ৬)শিক্ষাথীদের অভিযোগ শুনার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান প্রতিদিনের জন্য একটি সুবিধাজনক সময় নির্ধারন করবেন যাতে করে সকল শিক্ষাথী নির্ভয়ে তাদের সমস্যা /অভিযোগের কথা বলার সুযোগ প্রদান ৭)প্রতিষ্ঠানের আশেপাশে ইভটিজিংসহ যে কোন ধরনের অপরাধ প্রতিরোধে সার্বক্ষনিক মনিটরিং এ রাখতে হবে । কোন ধরনের অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষে অবহিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান,স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার,

ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আকতার,গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন প্রমুখ।

প্রতিবেদক- আনোয়ারুল হক
৯ জুলাই ২০১৯