Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে তথ্য সেবা কেন্দ্রের উঠোন বৈঠক
হাইমচরে তথ্য সেবা কেন্দ্রের উঠোন বৈঠক

হাইমচরে তথ্য সেবা কেন্দ্রের উঠোন বৈঠক

জেলার হাইমচর উপজেলার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওয়াতায় তথ্য সেবা কেন্দ্রে উঠান বৈঠকে মুক্ত আলোচনা ও সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ আগষ্ট ) সকাল ১০টায় হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের উঠান বৈঠক ও সচেতনমূলক সভায় উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ওবাইদা পারভিন লিজার সভাপতিত্বে ও সহকারী তথ্য সেবা কর্মকর্তা আয়শা আক্তার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহকারী তথ্য সেবা কর্মকর্তা দশমী রাণী ।

আলোচনায় উপজেলার তথ্য সেবা কর্মকর্তা ওবাইদা পারভিন বলেন নারী ক্ষমাতায়নের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ তথ্য আপার সকল ডিজিটাল সেবা ব্যবস্থা চালু করেছে।

তিনি বলেন ‘আপনাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, কৃষি, নারী উদোক্তা, নারী আইনজ্ঞা, সমাজসেবা,বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক নিধন আইন পারিবারিক সহিংসতা এবং নারীনিতি সর্ম্পকে সেবা দেওয়া হয়। আপনার আমাদের তথ্য কেন্দ্রে গিয়ে এধরনের সেবা গ্রহন করবেন।

মো.ইসমাইল
৮ আগস্ট ২০১৯