মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা শ্রম ও কল্যাণ কেন্দ্রের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মে দিবসের সকালে জেলা প্রশাসাসনের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের ইলিশ চত্ত্বর পদক্ষিণ করে। এতে জেলা বিভিন্ন শ্রমিক ইউনিয়ন আলাদা আলাদা ব্যানার নিয়ে র্যালীতে অংশ নেই। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শ্রম ও কল্যান কেন্দ্রের সংগঠক মো. হযরত আলী।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি জনসংখ্যাও বাড়ছে। ফলে জনবহুল ব্যবস্থাপনা একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। এজন্যে বিভিন্ন সড়কে দূর্ঘটনাও বেড়ে যাচ্ছে। যেখানে মধু আছে সেখানে জ্যাম থাকবে। আমাদের বর্তমান সরকার উন্নয়নের মধু সঞ্চার করেছে। তাই ঢাকা শহরে এতোহারে জ্যাম বাড়ছে।
তিনি বলেন, শ্রমিকরা তাদের আইন ও অধিকার সম্পর্কে সম্পর্কে জানতে হবে। কোনো অবৈধ যান চলতে দেয়া হবে না। যারা চালাক-শ্রমিক রয়েছেন তারা পরিচয়পত্র ব্যবহার করবেন। লঞ্চ যখন ডুবে তখন মালিক-শ্রমিক সবাই ডুবে মরে। আসুন আমরা সবাই মিলে এক হয়ে যাই। তাহলেই দেখবেন সকল সমস্যা সমাধান হয়ে যাবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোর্শেদুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমীক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো, মাহাবুবুর রহমান, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাবুল মিজি, মানবাধিকারকর্মী গাজী রহমত উল্লাহ, ট্রাক লরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, চাঁদপুর স্টিমারঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
এতে জেলা বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
০১ মে ২০১৯