Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ইভটিজিং এর দায়ে যুবকের কারাদণ্ড
Eve
ফাইল ছবি

মতলবে ইভটিজিং এর দায়ে যুবকের কারাদণ্ড

চাঁদপুর মতলব দক্ষিনে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের দায়ে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নায়েরগাঁও এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই শাস্তি দেন।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।বখাটের নাম মো.তানজীদুল হক ওরফে বাপ্পী (২১)। তাঁর বাড়ি উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ষোলোদানা গ্রামে। সে প্রয়াত ফজলুল হকের ছেলে।

ইউএনওর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটে দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির পার্শ্ববর্তী কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় সকাল ও বিকেলে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বিভিন্ন শ্রেণির ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করছিলেন।

বিকেলে ওই বিদ্যালয় ছুটির পর হেঁটে বাড়ি যাওয়ার পথে অশ্লীল অঙ্গভঙ্গি করে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেন ওই বখাটে। বাড়ি ফিরে ওই ছাত্রীরা বিষয়টি তাদের পিতামাতাকে জানালে তাঁরা ইউএনওর কাছে মুঠোফোনে এ ব্যাপারে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর ইউএনও থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে নায়েরগাঁও ও কাচিয়ারা এলাকায় যান। পরে ওই দিন সন্ধ্যা সাতটায় নায়েরগাঁও- পিতামবর্দী সড়ক থেকে ওই বখাটেকে আটক করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও মো.শাহিদুল ইসলাম বলেন,‘বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে ওই বখাটে তরুণকে এই শাস্তি দেওয়া হয়।রাতেই তাঁকে চাঁদপুর কারাগারে পাঠানো হয়।’

প্রতিবেদক:মাহ্ফুজ মল্লিক
৭ মার্চ,২০১৯