চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন। তারা হলেন-মোস্তফা কামাল রনি, ফারুক পাটোয়ারী, এম এ আজিজ বাবুল, মোঃ বাদল ফরাজী, মুবিন সুজন, শওকত আলী দেওয়ান।
মহিলাভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- নাজমা আক্তার, ফেরদৌসী বেগমরুনু ও ফাতেমা আক্তার।
রোববার(২৪ ফেব্রুয়ারি)উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভূঞা চাঁদপুর টাইমসকে জানান, নির্বাচনের তফসিল মোতাবেক ২৬ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।প্রার্থী বাছাই ২৮ ফেব্রুয়ারি,প্রতিক বরাদ্দ ২৯ ফেব্রুয়ারি এবং ২৪ মার্চ ভোটগ্রহণ। এখন পর্যন্ত চেয়ারম্যান পদে কেউই মনোনয়ন পত্র সংগ্রহ করেনি।
প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক
২৪ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur