মতলব দক্ষিণ

মতলবে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে গিয়াস উদ্দিন

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে একমাত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম গিয়াস উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন। সে হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভূঞার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ, মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন উপস্থিত ছিলেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন মতলব ও ২ জন চাঁদপুর জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। মতলবে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- এম এ আজিজ বাবুল, মোস্তফা কামাল রনি,মোঃ মুবিন সুজন।চাঁদপুরে যারা দাখিল করেছেন তারা হলেন- মোঃ ফারুক পাটোয়ারী ও মোঃ বাদল ফরাজী।

মতলব দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন- ফেরদৌসী বেগম রুনু ও মোসাম্মৎ হামিদা জিন্নাত।

প্রসঙ্গত, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেনি বর্তমান ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল মনোনয়নপত্র দাখিল করেননি।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে নাজমা আক্তার আছমা (আখিঁ) ও ফাতেমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেননি।

প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক
২৬ ফেব্রুয়ারি,২০১৯

Share