চাঁদপুর মতলব পৌরসভার প্রধান সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করায় কাজ বন্ধ করে দিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী।
বৃহস্পতিবার(৪ এপ্রিল) বেলা ১১ টায় মতলব বাজার রিক্সা ষ্ট্যান্ড এলাকায় নিম্নমানের মালামাল দিয়ে কাজ করতে দেখে স্থানীয় জনতা প্রতিবাদ করেন এবং সিডিউল মোতাবেক কাজ না করায় নির্মাণ কাজ বন্ধ করে দেন তারা। এই নিয়ে নির্মান শ্রমিক ও স্থানীয় প্রতিবাদকারীদের সাথে বাকবিতন্ড হয়।
সংবাদ পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ এ.কে.এম.এস ইকবাল ঘটনাস্থলে ছুটি আসেন।
মতলব পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে,ঐ পৌরসভার ২ নম্বর ব্রিজ এলাকা থেকে পৌর বাজারের রিকশাস্ট্যান্ড পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ পৌরসভার এই প্রধান সড়কটি সংস্কারের জন্য ১ কোটি ৪০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। কয়েক দিন আগে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় পৌর কর্তৃপক্ষের কাছে ওই টাকার বরাদ্দ দেয়।
‘মেসার্স এনবি ইন্টার’ নামের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কটি সংস্কারকাজের দায়িত্ব দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো.মাজহারুল ইসলাম বলেন, আজ ড্রেজার দিয়ে সড়কটির পিচ-ঢালাই ভেঙে মাটি ও সুরকি দিয়ে সমতল করা হয়েছে। এরপর অন্যান্য কাজ করা হবে।
তিনি আরো বলেন, কার্যাদেশ অনুযায়ী আগামী মে মাসের মধ্যে এটির সংস্কারকাজ শেষ করতে হবে।
প্রতিবাদকারী সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী বাদল বলেন, মতলব পৌরসভার প্রধান সড়ক হচ্ছে এটি। এই সড়কটি পৌরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই এই প্রধান সড়কটির সঠিক ভাবে কেউ কাজ করে নিই। যার ফলে পৌরবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়।
বর্তমানে যে ঠিকাদার কাজ করছে তিনি খুবই নিম্নমানের এবং পুরাতন মালামাল দিয়ে কাজ করতে দেখে আমরা তার প্রতিবাদ করছি। সিডিউল মোতাবেক কাজ করলে সড়কটি চেকসই ও মজবুত হবে। এতে পৌরবাসীর উপকৃত হবে।
ভূক্তভোগী ৮/১০ জন ব্যক্তি আক্ষেপ করে বলেন নগরপিতা নিকট আমাদের আর কোন চাওয়া-পাওয়া নাই। আমরা এ প্রধান সড়কটির সঠিক কাজ চাই। পুরাতন মালামাল দিয়ে যেন কাজ করা না হয়। তাহলে আমরা রাস্তার কাজ বন্ধ করে দেব না।
পৌরসভার প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ বলেন,জনগন আমাদের নিকট ভাল কিছু প্রত্যাশা করেন। পৌরসভার প্রধান সড়কের নির্মান কাজ দেখে আমি হতভাগ। স্থানীয় জনগনের দাবী সঠিক। তাদের দাবী হচ্ছে কাজটি যেন নিয়ম অনুযায়ী হয়। যাতে সড়কটি টেকসই ও দীর্ঘস্থায়ী হয়। সিডিউল মোতাবেক যেন কাজটি করা হয় মেয়রের প্রতি আমি অনুরোধ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেন, মতলব পৌরসভার প্রধান ও জনগুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে এটি। এ সড়ক নির্মানে কেউ অনিয়ম করতে পারবেনা। ঠিকাদারের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সঠিক মত কার্যাদেশ মোতাবেক কাজটি করা। যেহেতু সড়কের নির্মাণ কাজ নিয়ে অভিযোগ উঠেছে এতে অনিয়ম করতে পারবেনা।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. মাজহারুল ইসলাম বলেন, আজ ড্রেজার দিয়ে সড়কটির পিচ-ঢালাই ভেঙে মাটি ও সুরকি দিয়ে সমতল করা হয়েছে। এরপর অন্যান্য কাজ করা হবে। তিনি আরও বলেন, কার্যাদেশ অনুযায়ী আগামী মে মাসের মধ্যে এটির সংস্কারকাজ শেষ করতে হবে। নিম্নমানের মালামাল দিয়ে সড়কের কোন কাজ করা হয়নি এবং হবেও না।
পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিব উদ্দিন বলেন, কার্যাদেশ মোতাবেক সড়টির নির্মান কাজ করা হবে। কোন ধরনের অনিয়ম যাতে না হয় সে ব্যপারে তিনি সর্বক্ষনিক তদারকি করবেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক
৫ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur