Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বন্ধুর হাতে খুনের ঘটনায় মামলা : আটক স্বামী-স্ত্রী জেলহাজতে
চাঁদপুর জেলা কারাগার
জেলা কারাগার ফাইল ছবি

মতলবে বন্ধুর হাতে খুনের ঘটনায় মামলা : আটক স্বামী-স্ত্রী জেলহাজতে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পরকীয়া জেরে খুনের ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। গত ২৬ অক্টোবর রাত ১১টায় খুন হওয়া জাহাঙ্গীর আলম হাজীর স্ত্রী আসমা বেগম বাদী হয়ে পারুল বেগম ও তার স্বামী লিটনসহ অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের ঘটনায় আটক হওয়া স্বামী-স্ত্রী দুজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গত রবিবার সকালে চাঁদপুর বিচারিক আদালতের মাধ্যমে চাঁদপুর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে জাহাঙ্গীর আলম হাজী নামের হার্ডওয়্যার ব্যবসায়ী তারই প্রতিবেশী ও ঘনিষ্ট বন্ধু লিটন ও তার স্ত্রী পারুল বেগমের হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠে। থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় ওইদিনই স্বামী-স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।

থানার অফিসার ইন-চার্জ স্বপন কুমার আইচ বলেন- এ ঘটনায় নিহত জাহাঙ্গীরের––– স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। আটক হওয়া স্বামী-স্ত্রীকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক : মাহ্ফুজ মল্লিক, ২৭ অক্টোবর ২০১৯