Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের ধনাগোদা নদীতে ড্রেজার ডুবিতে শ্রমিকের মৃত্যু
মতলবের ধনাগোদা নদীতে ড্রেজার ডুবিতে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

মতলবের ধনাগোদা নদীতে ড্রেজার ডুবিতে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের মতলবের ধনাগোদা নদীতে ড্রেজার ডুবিতে ১ জন শ্রমিক নিহত হয়েছে। ওই শ্রমিকেন নাম রুহের আমিন (২৫)। গতকাল মঙ্গলবার সরেজমিন গিয়ে, জানা গেছে,মতলব সেতুর নিচে ২৫ মার্চ সোমবার রাতে ড্রেজারে ভেতর রশি দিয়ে আটকিয়ে ঘুমিয়ে ছিলেন মেস্তুরী রুহল আমিন ও বাহিরে হেলপার আবুল কালাম।

ড্রেজারের হেলপার আবুল কালাম জানান,রাত সাড়ে তিনটায় ড্রেজার ডুবে যায়। ধারনা করা হচ্ছে ড্রেজারে ছিদ্র থাকায় পানিতে ডুবে গেছে। তিনি জানান,মেস্তুরী রুহুল আমিন ভেতরে দরজা আটকিয়ে ঘুমিয়ে ছিলেন। তাই ভেতর থেকে বাহির হতে না পেরে রুহল আমিন মারা গেছে। পরে পুলিশকে খবর দেন,মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএমএস ইকবাল হোসেন জানান,লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।

ডুবন্ত ড্রেজারের মালিক মতলব পৌরসভার বাইশপুর গ্রামের চাঁনমিয়া মিয়াজীর ছেলে অহিদ মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের এসও আসাদুজ্জামান ও ফায়ারম্যান আবুল বাসার পাঠান জানান,আমরা ৭ জন ৪০ মিনিটের চেষ্টায় নিহত রুহুল আমিনের লাশ উদ্বার করি।

জানা গেছে নিহত মেস্তুরী রুহুল আমিন (২৫)ঝালকাঠি জেলার চারাখালি গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে। ডুবন্ত ড্রেজারটি উদ্বার করা হয়নি। এ দিকে লাশের সুরুত হাল রিপোর্ট তৈরি করেন মতলব দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই বেলাল হোসেন,সাথে ছিলেন এসআই অহিদ উল্লাহ। তবে সেটি মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশারের জিম্মায় রাখা হয়েছে। এ খবর শুনে মতলব সেতুর দুই পাড়ের হাজার হাজার মানুষ ভীড় করে।

স্টাফ করেসপন্ডেট
২৬ মার্চ,২০১৯