Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে দু’মণ জাটকা জব্দ
jhatka

মতলবে দু’মণ জাটকা জব্দ

চাঁদপুর মতলব দক্ষিণে মাছ ধরার একটি নৌকাসহ দুই মন জাটকা এবং পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রোববার(৩১ মার্চ) সকাল আটটায় বরদিয়া আড়ং বাজার এলাকা থেকে এসব জাটকা, জাল ও নৌকা জব্দ করেন স্থানীয় মৎস্য কার্যালয়। জানা গেছে, গত শনিবার দিবাগত রাত একটার পর আজ রোববার সকাল আট-নয়টা পর্যন্ত উপজেলার বরদিয়া, বরদিয়া আড়ং বাজার, নবকলস ও মুন্সিরহাট এলাকায় ১৪-১৬টি নৌকায় জাটকা এনে ওই জাটকা বিক্রি করছিলেন কতিপয় জেলেরা।

গোপন সূত্রে খবর পেয়ে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী এবং মতলব দক্ষিণ থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে আজ ভোর সাড়ে চারটায় ট্রলার নিয়ে এসব এলাকায় অভিযান চালান।

আজ সকাল সাড়ে আটটায় বরদিয়া আড়ং বাজার এলাকার একটি নৌকা থেকে দুই মণ জাটকা, পাঁচ হাজার মিটার কারেন্ট জাল এবং নৌকাটি জব্দ করেন।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি করছিলেন কতিপয় জেলে। দ্রুত পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, জব্দ করা জাটকা পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া জব্দ হওয়া নৌকা ও কারেন্ট জাল ঘটনাস্থলে পুড়িয়ে ফেলা হয়।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক
৩১ মার্চ,২০১৯