মতলব উত্তর

মতলবে রাতের আঁধারে অর্ধ-শতাধিক ফলজ গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

চাঁদপুর মতলব উত্তরে ১৬ শতক জমিতে লাগানো মালটা, পেয়ারা লটকন, কুলবরি, আম, পেপেসহ বিভিন্ন প্রজাতির ৫৭টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাতে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ মিলারচর গ্রামের মাঠে এ ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

ঘটনার স্বীকার মিলারচর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুল ইসলাম শিমুল। তিনি ঢাকাতে ব্যবসার কাজে বসবাস করলেও শখের বসে নিজ ভূমিতে বিভিন্ন প্রজাতির ফল গাছের বাগান করেন।

ম্যানেজার মানিক জানান, সোমবার সকালে জমিতে এসে দেখি রাতের আঁধারে দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলেছে। সাথে সাথে মালিক শিমুলকে জানাই।

আতিকুল ইসলাম শিমুল জানান, আমি মাদক, সন্ত্রাস ও অসামাজিত কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে থাকি। মিলারচর গ্রামকে আদর্শ গ্রাম করার লক্ষ্যে সোচ্চার ভূমিকা পালন করতে গিয়ে কিছু বখাটে যুবকের শত্রুতে পরিনত হই। তারাই এ ধরনের ঘৃনিত কাজ ঘটাতে পারে।

তিনি আরো বলেন, ২ বছর পূর্বে বিভিন্ন স্থান থেকে দামি দামি ফলের গাছ সংগ্রহ করে এখানে রোপন করি। ইতিমধ্যে কিছু গাছে ফলও আসে। এতে করে আমার প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়টি কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা’কে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্টাফ করেসপন্ডেট
৫ মার্চ,২০১৯

Share