Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
Ruhul-and-dipu-moni

মতলবে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আ’লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা ,গণতন্ত্র , ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলো। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পদ্মা সেতুর কাজ যাতে না হয় সে জন্য একটি মহল সারাদেশে গুজব ছড়াচ্ছে । আপনারা গুজবে কান দিবেন না।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের মধ্যে পাঠদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। ছাত্রছাত্রীদের নির্যাতন বন্ধ করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পদ্মা সেতু নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ প্রদান করেন।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে ক্ষুধা দারিদ্র এখন প্রায় শেষ হওয়ার পথে। এখন যে মানুষটি হত দরিদ্র সেও অন্তত দু’বেলা খেতে পারে। তারও গায়ে কাপড় আছে পায়ে এক জোড়া সেন্ডেল আছে। আমরা আজকে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাচ্ছি। পদ্মা সেতু নিজেদের অর্থয়ানে করা হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাশূন্যে উৎক্ষেপণ হয়েছে। কর্ণফুলি নদীর নীচে টানেল ও মেট্টো রেলও নির্মিত হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি।

উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহম্মেদ ভুইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে.আর ওয়াদুদ টিপু, সাধারণ সসম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত এম এ ওয়াদুদ, প্রমূক।

শনিবার (১৩) জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বকাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আ’লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি এসব কথাগুলো বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমাদের এ প্রিয় মাতৃভূমি অনেক দামে কেনা। যদি বলা হয় রক্ত অনেক দামী, তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি দাম দিয়ে তার স্বাধীনতা কিনেছে। তাই স্বাধীনতাকে পরিপূর্ণভাবে অর্থবহ করে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা চাঁদপুরের মতলবের দিকে তাকিয়ে দেখেন সবস্থানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সড়ক, ব্রিজ-কালবার্ট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুই আগের চাইতে অনেক উন্নত। দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন শুধুমাত্র আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন।

এসময় জনসভায় কেন্দ্রীয় যুবলীগের নেত্রী জাকিয়া সুলতানা সেসফালী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান,যুগ্ম-সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সসম্পাদক মো.  শাহজাহান প্রধান, উপজেলা আ’লীগ নেতা কাজী মিজানুর রহমান, গাজী মুক্তার হোসেন, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সসাবেক সভাপতি মাহাবুব আলম বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
১৩ জুলাই ২০১৯