চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাযেরগাঁও দক্ষিণ ইউনিয়নের শাহপুর গ্রাম এলাকার জনগুরুত্বপূর্ণ একটি সড়ক কেটে ফেলার অভিযোগ উঠেচে।
অভিযোগ তীর স্থানীয় ওয়ালী উল্লাহর বিরুদ্ধে। সোমবার ২৮ অক্টোবর রাতের আধারে রাস্তার মাঝখান দিয়ে ওই রাস্তাটি কেটে ফেলে। এতে শাহপুরসহ ৫ গ্রামবাসীর চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শাহপুর তিন রাস্তার মোড় থেকে আফতাব উদ্দিন বাড়ি পর্যন্ত সদ্য নির্মিত প্রায় আধা কিলোমিটার রাস্তার মাঝখান দিয়ে কেটে ফেলা হয়। শাহপুর গ্রামের আব্দুস সামাদ ও দেলোয়ার হোসেন বেপারীসহ ১০/১২ জন ব্যক্তি জানান, স্থানীয় এলাকাবাসীর জোড়ালো দাবীর প্রেক্ষিতে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট মো: নুরুল আমিন রুহুল বিগত ৫/৬ মাস আগে এ রাস্তাটি নির্মাণ করার জন্য বরাদ্ধ দেন।
সে বরাদ্ধ দিয়ে রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হয়। মাহবুব শরীফসহ স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, রাস্তাটি নির্মাণ করার পর শাহপুর ছাড়াও খর্গপুর আশি^নপুর, নারায়নপুর ও খিদিরপুর গ্রামের স্কুল , কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং বিভিন্ন পেশার লোকজন অল্প সময়ে তাদের গন্তেব্যের পৌছাতে পারে।
রাস্তাটি নির্মাণের সময় শাহপুর গ্রামের গোল মোহাম্মদ বাড়ির ওয়ালী উল্লাহ নামক ব্যক্তি নানা ধরনের ষড়যন্ত্র করেন এবং রাতের আঁধারে দলবল নিয়ে রাস্তাটি মাঝখান দিয়ে কেটে ফেলেন।
এ ব্যাপারে ওয়ালী উল্লাহ সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
স্টাফ করেসপন্ডেন্ট, ৩০ অক্টোবর ২০১৯