চাঁদপুর সদরের সফরমালী উবি’তে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় মরহুম হারুন-অর-রশিদ খান অডিটরিয়ামে মাদকবিরোধী গণসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মিজানুর রহমান শরীফ।
সহকারী শিক্ষক আবদুল গনি’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পরিদর্শক মো. মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধানশিক্ষক মো.হাসান আলী খান ও সহকারী শিক্ষক মো.ফিরোজ মামুন।
আলোচনা সভায় মাদক ও মাদকের অপব্যবহারের ভয়াবহতা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও মাদকের কুফলের নেতিবাচক দিকগুলোর ওপর বিশদ আলোচনা করা হয়।
অত:পর প্রধান অতিথি চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মিজানুর রহমান শরীফ উপস্থিত ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভাটি সফরমালী উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষাথী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০১৯