কচুয়া

কচুয়া নখের আঁচড়ে গৃহবধূ হত্যার রহস্যে উদঘাটনে আটক ২

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে সোমবার (৬ মে) বিকেলে মারজাহান আক্তার (২৪) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের নিলাম বাড়ির সুমন হোসেনের স্ত্রী।

নিহতের স্বজন সূত্র জানায়, ৬ মাস পূর্বে একই উপজেলার আমুজান গ্রামের মৃত জহিরুল ইসলামের কন্যা মারজাহানের সাথে আশরাপুর গ্রামের আবু তাহেরের পুত্র ভ্যানচালক সুমনের বিয়ে হয়।

বিয়ের সময় ১ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক দেয়ার কথা ছিলো। ইতোমধ্যে ৭০ হাজার টাকা দেয়া হয়েছে। বাকী টাকার জন্য প্রায়ই সুফিয়া বেগম ও ননদ লিপি আক্তারসহ স্বামী পরিবারের লোকজন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে।

চাচা মোঃ বাবুল জানান, বিয়ের পর হতেই তার ভাতিজিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। আমার ভাতিজি ও তার শাশুড়ি সুফিয়া বেগমের মুখে নখের আঁচড়ের দাগ রয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

এদিকে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কুতুব উদ্দিন খান লিয়ন নিহতের শাশুড়ি সুফিয়া বেগম ও ননদ লিপি আক্তারকে আটক করে।

কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু হানিফ ময়না তদন্তের জন্য মৃতদেহ চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০১৯

Share