Home / সারাদেশ / চাঁদপুরে ধানের শীষ প্রার্থীর প্রধান এজেন্ট আটক
manik-chief-agent

চাঁদপুরে ধানের শীষ প্রার্থীর প্রধান এজেন্ট আটক

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে ধানের শীষ প্রাথীর প্রধান নিবাচনী এজেন্ট ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের মুনিরা ভবন থেকে গণসংযোগে বের হন ধানের শীষ প্রতীকের প্রাথী শেখ ফরিদ আহমেদ মানিক। কিছুদূর যাওয়ার পর চাঁদপুর মডেল থানার অসির নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের ঘিরে ধরে।

লিশ সেখান থেকে আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমকে জরুরী কথা আছে বলে থানার নেয়ার চেষ্টা করে। এ সময় ধানের শীষ প্রতীকের প্রাথী শেখ ফরিদ আহমেদ মানিক তার গণসংযোগেে বাধা না দিতে পুলিশকে অনুরোধ জানায়।

পরে নিরুপায় হয়ে শেখ ফরিদ আহমেদ মানিক ও অ্যাড. সলিম উল্লাহ সেলিম পুলিশের সাথে থানায় যেতে বাধ্য হন।

এদিকে আটকের পর ধানের শীষ প্রার্থীর বাড়ির সামে বিএনপি ও আয়ামীলীগ কর্মীদের মাঝে সংঘর্ষ ঘটে। এতে দু’পক্ষের একাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিস্তারিত আসছে……

করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply