আজ ১ জুন বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের ৫৪তম জন্মদিন। তার জন্মদিনে বাদ আসর চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ বাইতুল কাদের জামে মসজিদে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি কামনা করা হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাইতুল কাদের জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. আবদুল কাদের। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, শেখ ফরিদ আহমেদ মানিক ১৯৬৫ সালের ১ জুন চাঁদপুর পুরাণবাজারের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত হাজী শেখ মমতাজ উদ্দিন, মাতা বেগম রওশন আক্তার। পরিবারের দুই ভাই পাঁচ বোনের মধ্যে তিনি ২য়। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
জন্মদিনে দোয়ার বিষয়ে অনুভূতি প্রকাশ করে শেখ ফরিদ আহমেদ মানিক জানান, জন্মদিনে দোয়ার আয়োজন করায় আমি অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে নেতাকর্মীদের কাছে দোয়া চাই। যাতে সর্বদা নিজেকে ভালো কাজে নিয়োজিত রাখতে পারি।
স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur