চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান (যুগ্ম সচিব) এর বিদায় সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২ মে) বিকেলে জেলা পরিষদের হলররুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
তিনি বলেন,যে কোন মানুষই তার ভালো কর্মকান্ডের মাঝে বেঁচে থাকে। তেমনই একজন ভালো মনের মানুষ বিদায়ী নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান সাহেব। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ দায়িত্ব পালনকালে হয়তো বা কিছু না কিছু ভুল ক্রটি থাকতে পারে। আমরা তার ভুল গুলো না ধরে তার ভালো কাজ গুলোকেই মনে রাখবো। আর তার সেই ভালো কাজের মাধ্যমেই তিনি আমাদের মনে বেঁচে থাকবেন সমসময়। আমরা একজন যোগ্য মানুষ এবং ভালো মানুষ কে খুব মিস করবো আমি মনে করি তিনি যেখানেই যান সেখানে অনেক ভালো কিছু করতে পারবেন।
তিনি আরো বলেন, আমি জেলা পরিষদের দায়িত্ব নেবার পর থেকে আমিও চেষ্টা করেছি আপনাদেরকে সাথে নিয়ে ভালো কিছু করতে। কতটুকু ভালো করতে পেরেছি সেটা আপনারা এবং জনগনই ভালো বুঝেন। চাঁদপুর জেলা পরিষদের সমস্ত কার্যক্রম যাতে সুনামের সাথে পরিচালনা করতে পারি, সেজন্য আমি আপনাদের সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চাই।
জেলা পরিষদ সর্ম্পকে তিনি বলেন, জেলা পরিষদ কে আমরা একটি স্বপ্নের জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো। আমরা যত ভালো কাজ করতে পারবো আমাদের কাজের অগ্রগতি ততটা বাড়বে। আমাদের যে প্রকল্প গুলো রয়েছে আমরা তা সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবো। আমরা সকলে মিলে মিশে কাজ করে জেলা পরিষদ কে আরো এগিয়ে নিয়ে যাব।
জেলা পরিষদের সচিব মোঃ মিজানুর রহমানের পরিচালনায়, এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, প্রধান সহকারী মোঃ মজিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, সদস্য জোবায়ের হোসেন, বিল্লাল হোসেন, নুরুল ইসলাম, অফিস সহায়ক শংকর দাস প্রমুখ। এসময় জেলা পরিষদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি আবদুল মান্নানের প্রতি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বক্তারা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের বক্তব্য এবং চাপা কান্নায় যেনো প্রকাশ পায় বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা কতটা ভালো লোক ছিলেন। সবশেষে বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যানরা।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
২ মে ২০১৯