মালদ্বীপে মিজানুর রহমান নামে চাঁদপুরের প্রবাসী গত ১৯ জানুয়ারি মারা যান। প্রবাসীর বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন, ০৯ নং ওয়ার্ড। পিতা মৃত আ: রশিদ মিজি, মায়ের নাম ফাতেমা বেগম।
জানা যায়, জীবিকার তাগিদে মিজানুর রহমান ২০১২ সালে মালদ্বীপে পাড়ি জমায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বীচ কোম্পানি নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। যার কারণে উক্ত কোম্পানি থেকেও কোন প্রকার সহযোগিতা আসার সম্ভাবনা নেই।
মৃত মোঃ মিজানুর রহমান কে ‘আমরা মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ২২ ফেব্রুয়ারি ২৫,০০০ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। নিহতের আত্মীয় মোঃ রানা মিয়ার কাছে অনুদান প্রদান করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল কাদের সাহেব।
অনুদান প্রদান এর সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সহ-সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন মালের সিনিয়র সাংবাদিক মোঃ মনির সিনিয়র সাংবাদিক মোঃ ইমরান হোসেন তালুকদার ও অন্যান্য সদস্যেরা ।
ফাউন্ডেশনের সভাপতি বলেন ‘মালদ্বীপের সকল প্রবাসীদেরকে এগিয়ে আসতে মানবতার সেবায় মৃত ব্যক্তির লাশ দেশে পাঠানোর জন্য সহযোগিতা করছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও মালদ্বীপ বাংলাদেশ দূতাবাস।’
চাঁদপুর টাইমস রিপোট
২৩ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur