চাঁদপুর

চাঁদপুরে লঞ্চ থেকে দু’মলম পার্টির সদস্য আটক : খপ্পরে পড়ে আহত ২

ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী যাত্রীবাহী লঞ্চে মলমাটির খপ্পরে পড়ে সান্দু শিকদার (৫৫) ও আব্দুল লতিফ গাজী (৭৫) গুরুতর আহত হয়। এই ঘটনায় চাঁদপুর নৌ-থানা পুলিশ মলমপার্টি চক্রের ২ সদস্যকে আটক করে। আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে মলমপাটির ২ সদস্যকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

রোববার (১৪ জুলাই) দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে আহত দুই যাত্রীকে উদ্ধার ও মলমপার্টি চক্রের সদস্য মো. দুলাল হাওলাদার (৪৭) ও মজিবুর রহমান (৫৫) কে আটক করে পুলিশ।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবু তাহের খান জানান, লঞ্চটি চাঁদপুর ঘাটে আসার পর লঞ্চ স্টাফ ও যাত্রীদের সহায়তায় মলমপার্টির দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে কিছু অজ্ঞান করার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ঔষধ, মলম, দু’টি মোবাইল জব্দ করা হয়। আহত যাত্রীদেরকে চাঁদপুর লঞ্চঘাট থেকে পুলিশ সদস্যরা চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে ভর্তি করে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
১৭ জুলাই ২০১৯

Share