চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) এলাকার সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যে কারনে নানা প্রকল্পের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের উদ্যাগ নিয়েছে। অতিতের কোন সরকার যা করে দেখাতে পারেনি, আওয়ামী লীগ সরকার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে একের পর এক তার বাস্তবতা দেখিয়ে আসছে।
১৩ অক্টোবর রোববার বিকেলে উপজেলার ১নং রাজারগাঁও ও ২নং বাকিলা ইউনিয়নে পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাংসদ বলেন, আমরা চাই এদেশকে আরো উচ্চ শিখরে নিয়ে যেতে যাতে আগামি প্রজন্মগুলো কোন দারিদ্রতা, অর্থনীতি সংকট, নানা প্রতিকূলতার সমস্যায় পড়তে না হয়। বর্তমান সরকারের সময় দলমত নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিদা ভোগ করে আসছেন। উন্নয়নশীল দেশে কোন ভিক্ষুক থাকবে না, যে কারনে আমরা তাদেরকে পুনর্বাসন করার লক্ষে হাস, মুরগী, গরু, ছাগল, সেলাই মেশিনসহ ব্যবসা করার জন্য মালামাল পূন্য দিয়েছি যাতে পরিশ্রম করে নিজেরা চলতে পারে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশ্রাফ দুলাল, ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, ২নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, ৩নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান মীর, ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন গাজী,
৮নং হাটিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ১১নং ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, বর্তমান আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন,
যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৩ অক্টোরব ২০১৯