কচুয়া

কচুয়া মাঝিগাছা উবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে সাবেক স্বরাষ্ট্রমমন্ত্রী

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার বক্তেব্য বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ রোপনে বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং ব্যাপকভাবে পরবিশেরে বিপর্যয় রোধে বৃক্ষ রোপনের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপণ প্রয়োজন। বৃক্ষ আমাদরে অকৃত্রমি বন্ধু। বৃক্ষহীন পৃথিবীতে প্রানের অস্তিত্ব কল্পনাও করা যায় না। দেশের র্অথননৈতিক উন্নয়ন, র্কমসংস্থান ও দারিদ্র্য বিমোচনে অধিক হারে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করতে হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক কাঞ্চন বণিক প্রমুখ বক্তব্য রাখেণ।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, ২৪ আগস্ট ২০১৯

Share