‘৯ অক্টোবর থেকে ২০১৯ হতে ৩০ অক্টোবর ২২ দিন প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখুন ইলিশ সম্পদ রক্ষা করুন ’-এ শ্লোগানে চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউট হাইমচর কলেজ শাখার আয়োজনে মা ইলিশ রক্ষা অভিযান সফর করতে অটো মাইকিং র্যালি করা হয়েছে।
বুধবার ২ অক্টোবর ২০১৯ সকাল ১০ টায় হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে ্অটো মাইকিং র্যালি উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ।
তিনি বলেন ‘ ইলিশ আমাদের সম্পদ একে আমরাই রক্ষা করব। ইলিশ রক্ষা পেলে দেশ ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। একটা ইলিশ ২৩ লাখ ডিম দেয়। এ ডিম রক্ষা পেলে পদ্মা ও মেঘনা পানি আর মাছে সমান হবে। ’
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম খান, হাইমচর সরকারি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
অটোবাইক মাইকিং র্যালিটি হাইমচর উপজেলার চরভৈরবী জালিয়ারচর , চরভৈরবী মাছ ঘাট, আমতলী, হাইমচর বাজার, তেলীর মোড় ও কাটাখালী থেকে উপজেলায় এসে শেষ হয়।
মো.ইসমাইল, ২ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur