সারাদেশ

পূর্ণাঙ্গ ভাতার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা

পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়ার দাবিতে ঐক্য হতে যাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চার এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তাছলিমা মুন্নী এই ঐক্যের ডাক দিয়েছেন।

তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আমরা শিক্ষকরা পাঠদান দিবো, সরকার থেকে সুবিধাও নেবো। প্রায় আড়াই বছর ধরে মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে। আগামীতে সকল শিক্ষকদের ঐক্য হয়ে আন্দোলন করতে হবে।’

তাছলিমা মুন্নী চাঁদপুর জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বক্তব্যে আরো বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে কারিগরি শিক্ষায় অর্ন্তভূক্ত করা প্রয়োজন। বৈষম্য নিরসন করে মাদ্রাসা শিক্ষা উন্নত করতে হবে।’

হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. আরিফ ইমাম মিন্টু। সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বিএসসির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চাঁদপুর মাদ্রাসা জেনারেল টির্চার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালীদ হোসেন,

সহ-সভাপতি ছালেহ উদ্দিন, কচুয়া উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, শাহরাস্তি শাখার সাধারণ সম্পাদক হাছান আহমেদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান।

ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ মাদ্রাসা জেনারেল টির্চার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হানজালা শাহীনসহ মাদ্রাসার শিক্ষক শহীদুল, আমির হোসেন, জাকির হোসেন, জসিম উদ্দিন, আবু জাফর, আবু ইউছুফ, বদিউজ্জামান পাঠান, আশরাফুল আলম, ফয়েজ আহম্মেদ, ওয়ালী আহমেদ চিশতী ও কাজী হারুন।

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০১৯

Share