Home / চাঁদপুর / মাদ্রাসা প্রভাষকদের ১১দফা দাবিতে চাঁদপুরে মানববন্ধন
madrasha-teacher-movement

মাদ্রাসা প্রভাষকদের ১১দফা দাবিতে চাঁদপুরে মানববন্ধন

বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলন (বিএমটিসিএম) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলন (বিএমডিসিএম) এর কেন্দ্রিয় আহ্বায়ক পীরজাদা শাহ মোহাম্মদ মাহফুজ উল্লাহ খান ইউসুফী।

আরো বক্তব্য রাখেন- কেন্দ্রি মহাসচিব মাও. সালাউদ্দিন চাঁদপুরী, চাঁদপুর জেলা আহ্বায়ক মাও. মোশারফ হোসাইন, চাঁদপুর সদর উপজেলা আহ্বায়ক মাও. ফখরুল ইসলাম মাসুম, যুগ্ম আহ্বায়ক মাও. মহিউদ্দিন জাফরী, সদস্য সচিব মাও. এজে এম মোজাম্মেল হক আবু জাফর, হাজীগঞ্জ উপজেলা আহ্বায়ক হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মো. জিল্লুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা আহ্বায়ক মাও. শাহাদাত হোসাইনবিন আলী।

আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দবেসরকারি আলিয়া মাদ্রাসা প্রভাষকদের স্বার্থসংশ্লিষ্ট ১১দফা দাবিও নীতিমালা সংশোধনের আহ্বান জানান। দাবিগুলো হচ্ছে-
জনবল কাঠামো ২০১৮ (মাদ্রাসা) সৃষ্টপদ সমুহে শিক্ষক নিয়োগের লক্ষ্যে স্কুল ও কলেজের ন্যায় প্রজ্ঞাপন জারি করা। প্রভাষকদের চাকরির মেয়াদ ১০বছর পূর্তিতে বেতন কোড ৭ এ টাইমস্কেল প্রদান করা। প্রভাষকদের চাকরির মেয়াদ ১৬ বছর পূর্তিতে বেতন কোড-৬ এ দ্বিতীয় টাইম স্কেল প্রদান করা। সহকারী অধ্যাপক এর ক্ষেত্রে ৫:২ সমীকরণ বাতিল করা।

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫:২ সমীকরণ চালু করা। আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে সুপার ও সহ-সুপারদের উপায় অভিজ্ঞতা বাতিল করা। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (মাদ্রাসা) বর্নিত সকল সুবিধা প্রয়োাজনীয় সংশোধনসহ চালু করা। বেসরকারি শিক্ষক বদলি সুবিধা চালু করা। মাদ্রাসার আরবি বিষয়ে শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিএমটিটিআই এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। সরকারি কলেজ প্রভাষকদের ন্যায় মাদ্রাসা প্রভাষকদের উচ্চতর ডিগ্রির যথাযথ মূল্যায়ন করা।

আলোচনা সভা ও মানববন্ধন শেষে নেতৃবৃন্দ কেন্দ্রিয় আহ্বায়ক ও নেতৃবৃন্দ দাবি করেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে মাদ্রাসার আরবী প্রভাষকদেরকে ব্যাপকভাবে কোণঠাসা করা হয়েছে। তাদের চাকরি জীবনের অভিজ্ঞতা ও দক্ষতাকে ব্যাপকভাবে অবমূল্যায়ন করার পথ খোলা হয়েছে। আগামী দিনে আলিয়া মাদ্রাসার অস্থিত্ব রক্ষার প্রশ্নে আরবি প্রভাষকদেরকে অবমূল্যায়ন প্রতিরোধ করে নীতিমালা সংশোধন করার দাবি জানান তারা।

অনতিবিলম্বে দাবি আদায় না হলে ব্যাপক পরিসরে কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান। এব্যাপারে মাদ্রাসা প্রভাষক বৃন্দ শিক্ষামন্ত্রী জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ১৫ অক্টোবর ২০১৯