চাঁদপুর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলন চাঁদপুর কমিটির অভিষেক

শনিবার ২৬শে অক্টোবর চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলন চাঁদপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পীরজাদা মাহফুজ উল্যাহ খান ইউসূফী, সদস্য সচিব আলহাজ্ব মাওলানা মো: সালাউদ্দিন চাঁদপুরী,

চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, আরবী প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, মুহাদ্দিস মাওলানা হারুনুর রশিদ, আরবী প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম মাসুম,

মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, মাওলানা মোহাম্মদ নাজির আহমদ, মাওলানা মোঃ আবু জাফর, মাওলানা মোঃ জাফর আলী, মাওলা মো: শফিকুর রহমান, বাংলা প্রভাষক মো: তারিকুল ইসলাম, মো: মোজাম্মেল হোসেন। এ সময় জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় আহ্বায়ক জেলা কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আগামী দিনে চাঁদপুর জেলাকে একটি শক্তিশালী সাংগঠনিক জেলা হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সরকারের সাথে সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের কে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসা কেন্দ্রিক বিশেষ করে আলিয়া মাদ্রাসার সকিয়তা ও বৈশিষ্ট্য পুনরুদ্ধারে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তিনি। মাদ্রাসা কেন্দ্রিক অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, আলিয়া মাদ্রাসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য, শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি না করার জন্য, যদি তা করা হয় তাহলে বিএমটিসিএম এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বাধ্য হবে।

প্রেস বিজ্ঞপ্তি, ২৬ অক্টোবর ২০১৯

Share