ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

চাঁদপুরের ফরিদগঞ্জে শুক্রবার (৫ অক্টোবর ) বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছে এলাকার প্রায় তিন হাজার নারী, পুরুষ ও শিশু।

ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দিনব্যাপি ব্যক্তিগত উদ্যোগে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের আয়োজন করেন ফরিদগঞ্জ এলাকার কৃতি সন্তান মেডিসিন, বক্ষব্যাধি ও এজমা বিশেষজ্ঞ ঢাকা ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক একেএম মোস্তফা হোসেন। তাঁর সাথে এ চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত ছিলেন ঢাকার মেডিসিন,বক্ষব্যাধি,শিশু, গাইনি,হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের একটিদল ।

ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল আমিন কাজল জানান, একেএম মোস্তফা হোসেন নিজ খরচে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষধপত্রসহ ঢাকা থেকে আনা ৯ জন চিকিৎসকের সহায়তায় এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

তবে জটিল রোগিদের ঢাকা ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
একেএম মোস্তফা হোসেন বলেন,‘ ৬ বছর ধরে ফরিদগঞ্জের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প করে এ ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।’

করেসপন্ডেন্ট
৫ অক্টোবর, ২০১৮ শুক্রবার
এজি

Share