রাজধানী ঢাকা মগবাজার দিলুরোডে বিয়ের অনুষ্ঠানে এক বখাটের এলোপাতাড়ি ছুরিকাঘাতে কনের বাবা নিহত, মা আহত হয়েছেন।
এ ঘটনায় ঘাতক রকি (২৫) কে আটক করেছে পুলিশ।
নিহতের নাম মোঃ তুলা মিয়া (৫৫)। টাঙ্গাইলের মধুপুর গ্রামের বাড়ী। বর্তমানে মগবাজার দীলু রোড প্রিয়াঙ্কা হাউজিং সংলগ্ন একটি টিনসেট বাসায়, পরিবার নিয়ে থাকতেন
আহত হয়েছেন তার স্ত্রী ফিরোজা বেগম (৩৫), তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের ভাই আলমগীর হোসেন বলেন, বুধবার (সপ্না) ভাগনীর গায়ে হলুদ যায়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিয়ের অনুষ্ঠান। দুপুর দেড়টার দিকে রকি ঐ অনুষ্ঠানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার বোন ভগ্নিপতি কে কুপিয়েছে। এতে আমার ভগ্নিপতি মারা গেছেন।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক এস আই মোঃ রমজান বলেন, এ ঘটনায় ঘাতক রকি কে আটক করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে। রকি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় আব্দুল আহামেদ বারীর ছেলে, সে মগবাজারের বাটার গলিতে থাকে। আটক রকি সাংবাদিকদের বলেন, সে স্বপ্নার সাথে বহু বছর ধরে প্রেম করতো।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur