চাঁদপুরের কচুয়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ইসলাহী জোড় (আত্মশুদ্ধির মাহফিল) উপলক্ষে হেফাজত ইসলামের আমির ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমেদ শফীকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন কচুয়া পৌর মেয়র মো. নাজমুল আলম।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি বেসরকারি হেলিকপ্টারে নামেন।”
পরে কচুয়া পৌর মেয়র মো. নাজমুল আলম তাকে স্বাগত জানিয়ে ও দোয়া চেয়ে নিজে গাড়ি চালিয়ে মাদ্রাসায় পৌঁছে দেন।
চাঁদপুর জেলার খুনাফা ও মুহিব্বীনদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহী জোড়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, সদস্য যোবায়ের হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন প্রমুখ।
পরে দুপুর আড়াইটার দিকে হেফাজত ইসলামের আমীর ও বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফী দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। একই দিনে তিনি কচুয়ার তুইপাই-হোসেনপুর মাদ্রাসার একটি ইসলামি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এসময় মাহফিল আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও এলাকার কয়েক হাজার ধর্মপ্রান মুসলাম উপস্থিত ছিলেন।
আরো পড়ুন- হেলিকপ্টার যোগে চাঁদপুরের কচুয়ায় আল্লামা শফী -ভিডিওসহ
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur