Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে দুটি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং ভেঙ্গে পাঠদান ব্যহত
lillah-boding-dropped

হাইমচরে দুটি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং ভেঙ্গে পাঠদান ব্যহত

চাঁদপুরের হাইমচর উপজেলার ঘুনিঝড় বুলবুলের তাণ্ডবে চরাঞ্চলের ঘরবাড়ি, গাছপালা, পানের বোরজ, কৃষি ফসলসহ ব্যাপক ক্ষতি হয়েছে।

হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের আল মদিনা হেফজ মাদ্রাসার ও লিল্লাহ বোডিং এবং আল মাক্কী তালিমুন কুরআন মাদ্রাসা ঘূর্ণিঝড়ের আঘাতে মাদ্রাসার ঘর ভেঙ্গে যাওয়া প্রায় ১০০ শিক্ষাথীর পাঠদান ব্যহত হচ্ছে।

মাদ্রাসা দুটির একটিও পাকা ভবন না থাকায় ঝুকিপূর্ন ভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাদ্রাসের পাশে ব্যক্তি মালিকানা বিশাল গাছ ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে ভেঙ্গে মাদ্রাসার ঘর মাটিতে পড়ে যায়।
এব্যাপারে আল মাক্কী তালিমুন কুরআন মাদ্রাসা অধ্যক্ষ আঃ মান্নান জানান শিক্ষার্থীরা আজ সকলে মাদ্রাসায় শিক্ষার্থীরা এসে লেখাপড়ার উপযুক্ত ঘর না থাকায় ফেরত গেছে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুল তান্ডব লীলায় আমাদের মাদ্রাসাটা ভেঙ্গে দিয়েছে, তা অচিরে মেরামত না করলে ব্যহত হবে পাঠদান।
এব্যাপরে আল মদিনা হেফজ মাদ্রাসার ও লিল্লাহ বোডিং অধ্যক্ষ হাফেজ বিল্লাল হোসেন জানান ঘূর্ণিঝড় বুলবুলে তান্ডবে মাদ্রাসার পিছেন ব্যক্তি মালিকানা গাছ এসে পড়লে আমাদের ঘরটি ভেঙ্গে যায়। লিল্লাহ বোডিং ছাত্রদের নিয়ে খুব ভয়ে আছি কখন যে বাকিটুকু ভেঙ্গে পড়ে। মাদ্রাসার পাশে যে গাছ আছে তা যদি কেটে না দেয় তাহলে আবার দুঃঘটনার কবলে পড়তে হবে।

মাদ্রাসার সেক্রটারী মোহাম্মদ আলী আখন জানান , ঘূর্ণিঝড়ের আঘাতে মাদ্রাসা দুটি ভেঙ্গে গেছে। যার ফলে বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমি সরকারের প্রতি অনুরোধ মাদ্রাসা দুটি দ্রুত যাতে মেরামত করে শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দেন।

প্রতিবেদক : বিএম ইসমাইল, হাইমচর ১১ নভেম্বর ২০১৯