চাঁদপুর সদরের মাধ্যমিক স্কুলগুলোতে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা ও কম্পিউটার পরিচালনায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ২ দিন ব্যাপি ডিজিটাল বাসযোগে লার্নিং-আর্নিং কোর্স চালু হয়েছে।
তথ্য ও প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সার্বিক পরিচালনায় ‘লার্নিং-আর্নিং ডেভপ্লেমেন্ট প্রকল্পে’র অধীন সরকারিভাবে এ কোর্সটি সারা দেশব্যাপি পরিচালিত হচ্ছে বলে কোর্সের সমন্বয়কারী মো.ফিরোজ নূর চাঁদপুর টাইমসকে বুধবার (২০ মার্চ) চাঁদপুর কারিগরি সরকারি স্কুলে বিষয়টি নিশ্চিত করেন।
শুরুর প্রথমদিন সংশ্লিষ্ঠ বিলাসবহুল, দৃষ্টিনন্দন ও শীতাতপ নিয়ন্ত্রিত মোবাইল বাসটি পূর্বের নির্ধারিত ছক অনুযায়ী বুধবার চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু করে। পর্যায়ক্রমে প্রতিটি মাধ্যমিক স্কুলের প্রতি ব্যাচে ২৩ জন করে শিক্ষার্থী এ কোর্সটিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আগামি দু’মাস এ কোর্সটি চাঁদপুরে অব্যাহত থাকবে।
এরইমধ্যে হাইমচর উপজেলার ১৮ টি ব্যাচ সম্পন্ন হয়েছে যা ১০ মার্চ শুরু হয়েছিল। কোর্সের সমন্বয়কারী মো.ফিরোজ নূর চাঁদপুর টাইমসকে বলেন,‘তথ্য ও প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা,অভিজ্ঞতা অর্জন ও আগ্রহ বাড়াতে এ কোর্সটি পরিচালনা করছি।
পর্যায়ক্রমে চাঁদপুরের প্রতিটি মাধ্যমিক স্কুলের ২৩ জন শিক্ষার্থীকে ২ দিনব্যাপি কম্পিউটারের এ প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
প্রসঙ্গত, আইসিটি বিভাগ আগামি ৬ মার্চ থেকে ৬ টি বিশেষ বুথের মাধ্যমে গ্রামীণ ছাত্রসহ যুবকদের প্রশিক্ষণ দেবে বলে আইসিটি বিভাগের সূত্রে জানা যায়। আইসিটি বিভাগের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জুনায়েদ আহমেদ পালকের তত্ত্বাবধানে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আইসিটি বিভাগ সূত্রে জানা যায় ,আইসিটি প্রশিক্ষণ কর্মসূচি জোরদার ও ফ্রিল্যান্স প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য বাসে এবং গ্রামের আশপাশে বাস চলতে থাকবে। একটি বিশেষ বাস ইতোমধ্যে পৌঁছেছে এবং আইসিটির বিশেষজ্ঞ প্রশিক্ষক তরুণদেরকে দক্ষ কর্মশালায় গড় তুলতে প্রশিক্ষণ দেবে।
আইসিটি বিভাগের ” শিক্ষণ ও উপার্জন ” প্রকল্পের অধীনে প্রশিক্ষণ উপকরণ এবং ১৬ টি চেযারে এবং টেবিল দিয়ে সজ্জিত বায়ু-শর্তাধীন বাসে এ কার্য়ক্রম চলবে। চেয়ারে টেবিল ও প্রশিক্ষণ উপকরণের ২২টি সেট বাসের পরবর্তী ব্যাচের মধ্যে থাকবে।
প্রাথমিকভাবে, মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড আইসিটি বিভাগের কারিগরী সহায়তায় এর কর্মশালার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করবে। হাওয়াই আইসিটি বাসগুলো বজায় রাখবে। আইসিটি বাসের প্রশিক্ষণ কর্মসূচি মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হে ।
প্রতিবেদক : আবদুল গনি
১৯ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur