Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে হামিদিয়া উবি’র ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
mp faridgonj

ফরিদগঞ্জে হামিদিয়া উবি’র ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতীয় সঙ্গীতকে গুরুত্বসহকারে দেখার আহবান জানিয়ে ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা সাংবাদিক শফিকুর রহমান এমপি বলেন,‘ বাঙ্গালি জাতির জন্যে বঙ্গবন্ধূ শেখ মজিবুর রহমান ১৪ বছর জেল খেটে ছিলেন। তাই দেশের যে কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের চর্চা বাড়াতে হবে। ’

তিনি শুক্রবার (৬ সেপেপ্টম্বর ) মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের তিন কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের কাজের ভিত্তিপ্রস্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন,‘ফরিদগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে যারা অতীতে খেলেছে আমি কিন্তু তা করতে আসিনি। কাজ করে যাব যাতে মানুষ কাজের মূলায়ন করতে গিয়ে আমাকে মনে রাখে। বর্তমানে সরকার নানা উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে যার ছোঁয়া ফরিদগঞ্জের আনাছে কানাছে পৌঁছে যায় সে জন্য সবাইকে সচেতন হতে হবে। কোনো মহলের চাপে যেন উন্নয়নের যাত্রা থেমে না যায় সে জন্য আপনাদের সচেতনতা জরুরি বলে আমি মনে করি।’

মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাজে আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল খায়েরের পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক হারুন অর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পৌর মেয়র মাহফুজর রহমান,সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন,সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জানিবুল হক জুয়েল,ছাত্রনেতা আল-আমিন পাটওয়ারি প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম জয় ,৬ সেপ্টেম্বর ২০১৯
এজি