চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্মিমারাচর পদ্মা নদীতে ভ্রমন করতে আসা লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়া যুবক মিলন (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ শহরের মোলহেড এলাকার ডাকাতিয়া নদীর অংশ থেকে মরদেহ উদ্ধার করেন।
নিহত মিলন ঢাকা হাজারীবাগ ২১/২ গজ মহল এলাকার কবির উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে জানাগেছে, গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শতাধিক বন্ধ নিয়ে এম.ভি জাহিদ-৪ লঞ্চটি রাজরাজেশ^র এলাকায় পদ্মা নদীর পাড়ে ভ্রমনে আসেন মিলন। বিকেলে লঞ্চের তৃতীয় তলা থেকে মিলন ও তার অপর বন্ধু ফরহাদ (২৭) গোসল করার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়ে পড়লে পানিতে তলিয়ে যায়। এতে করে তার বন্ধু ফরহাদ সাঁতরিয়ে উঠতে পারলেও মিলন নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজের সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের খান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং একই সময় ওই স্থানে উপস্থিত হন নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ ও ডুবুরি দল বেশ সময় নিয়ে পদ্মা ও মেঘনা নদীর কালিগঞ্জ পর্যন্ত মিলনের সন্ধানে তল্লাশি করে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে নৌ পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরী করে এবং বেতার বার্তা অন্যান্য নৌ থানা ও ফাঁড়িতে প্রেরণ করে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ২৭ অক্টোবর ২০১৯