চাঁদপুরে লঞ্চঘাটে যাত্রীবাহি বোগদাদিয়া-৭ লঞ্চ থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। শনিবার ১৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় বোগদাদিয়া লঞ্চের ২০১নং কেবিন থেকে তাদের কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেনঃ ভোলা জেলার শান্তিরহাট এলাকার মৃত তাফাজ্জল হোসেনের ছেলে সিদ্দিক শান্ত (২৩) ও নারায়নগঞ্জ জেলার মোঃ রশিদ বেপারীর মেয়ে সিফা আক্তার মেঘলা (১৭)।
পুলিশ জানায়, আটক শান্ত ও মেঘলা ঢাকা থেকে দিনে লঞ্চযোগে চাঁদপুর আসে। বিকেলে পুনরায় ঢাকা যাওয়ার জন্য বোগদাদিয়া-৭ লঞ্চে উঠে। পরে তাদেরকে আপত্তিকর অবস্থায় লঞ্চের ২০১ নং কেবিন থেকে আটক করা হয়। আটককৃতরা প্রথমে স্বামী স্ত্রী পরিচয় দেয়। পরে তারা প্রেমিক প্রেমিকা বলে স্বিকার করে। তারা চাঁদপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ আবু তাহের জানায়, আটককৃতদের নৌ পুলিশের সহায়তায় চাঁদপুর মডেল থানায় প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানায়, ঢাকা চাঁদপুরগামী যাত্রীবাহি লঞ্চগুলোতে অসামাজিক কর্মকান্ডসহ নানা অপরাধ যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। লঞ্চগুলো সিসি ক্যামেরার আওতায় থাকার কথা থাকলেও তা লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে অপরাধিরা নানা কৌশল ব্যবহার করে সকলের চোখ ফাঁকি দিয়ে হত্যা করে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে।
এ ধরনের অপকর্ম রোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, ১৪ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur