চাঁদপুর মতলব উত্তরে উপজেলায় লেংটা বাবার এক অজ্ঞাত ভক্তের মৃত্যু হয়েছে।শনিবার(৩০ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় এ মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ জানায়,উপজেলার বদরপুর গ্রামস্থ লেংটা বাবার মাজারে যাওয়ার তিন রাস্তার মোড়ে আনুমানিক ৪৮ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার হয়।যার মুখে হালকা পাকা দাড়ি,গায়ে একটি ফুল হাতা এ্যাশ কালালের শার্ট এবং পড়নে সাদা ও নীল রঙের চেক সূতি লুঙ্গী ছিলো।
পুলিশ সূত্রে আরো জানা যায়,মৃতের দেহের সুরতহাল রিপোর্টের জন্য অজ্ঞাত নামা ওই ব্যাক্তির লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিষয়ে মতলব উত্তর থানায় ১টি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-০৫/১০।
মতলব উত্তর থানার এস আই ছালা উদ্দিন জানান,অজ্ঞাত নামা ওই ব্যাক্তি মুসলিম এবং সে লেংটা বাবার ভক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আমরা ওই মৃত দেহের এখন পর্যন্ত কোন পরিচয় বা দাবিদার পাই নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যাক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।
করেসপন্ডেট
৩১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur