মতলব দক্ষিণ

মতলব দক্ষিণে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী

মতলব দক্ষিণ উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে গত ১৬ এপ্রিল ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন।

বক্তব্য রাখেন মতলব পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. হাবিব উল্লাহ পাটোয়ারী, ভূমি উপ সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা ভূমি অফিস সহকারী মো. সায়েদ উল্লাহ।

ভূমি সেবা সপ্তাহ ও ভূমি কর উন্নয়ন মেলায় পৌর ভূমি অফিসের সেবা ক্যাম্পে সর্বসাধারনকে ভূমি সম্পর্কে নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
তারমধ্যে নামজারী ও ই-নামজারী খারিজ ও ভূমি উন্নয়ন কর পরিশোধ, তিন বছরের ভূমি উন্নয়ন কর বকেয়া থাকলে সার্টিফিকেট মামলা, খাস ভূমি দখলমুক্ত, সরকারি খালের উপর স্থাপনা থেকে বিরত থাকাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয়।

এদিকে সেবা গ্রহণকারী কলাদীর নন্দ কিশোর, আলগিমুকুন্দী গ্রামের খলিলুর রহমান, নলুয়ার জাকির হোসেন, বাইশপুরের আলী আকবর, মোবারকদীর দুধ মেহের বিবি, চরমুকুন্দীর শহীদ উল্লাহ ও দিঘলদী গ্রামের আ: রহিম ভূইয়ার সাথে আলাপ করলে তারা মতলব ভূমি অফিসের সেবা প্রশংসা করেন।

ভূমি সহকারী কর্মকর্তা মো. হাবিব উল্লাহ পাটোয়ারী বলেন, ভূমি সেবা সপ্তাহে লক্ষাধিক টাকা কর আদায় ও দেড় লক্ষাধিক টাকার নামজারী ও জমা খারিজ হয়েছে। অপরদিকে বিভিন্ন ইউনিয়নেও সেবা সপ্তাহ পালিত হয়েছে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
১৬ এপ্রিল, ২০১৯

Share