চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে আধা শতাংশ জমি জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের দায়ের আঘাতে রক্তাক্ত জখম হয়ে ৬ মাসের অন্তঃসত্বাসহ একই পরিবারের ৩ জন নারী-পুরুষ মৃত্যুশয্যায় রয়েছেন।
৩ এপ্রিল বুধবার সকালে বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ উত্তর বালিয়া গ্রামের গফুর শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই বাড়ির গফুর শেখের ছেলে মিজান শেখ (৪০), স্ত্রী রুমা বেগম (৩০) ও তার ছোট ভাই লিটন শেখ (৩৫)।
ঘটনার পর পর ঘাতকরা পলাতক থাকলেও তাদের পরিবারের মাফিয়া বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
এদিকে প্রতিপক্ষের হামলায় গুরতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রির্পোট লেখা পর্যন্ত আহত মিজান শেখকে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তে রাখা হয়েছে বলে জানা গেছে।
আহতদের স্বজনরা এবং ওই এলাকার ময়না বেগম, ফাতেমা বেগম, সালেহ বেগম, নারগিস বেগম, আলাউদ্দিন শেখ, মনির শেখ, বাবু দেওয়ানসহ একাধিক নারী পুরুষ জানায়, একই বাড়ির মমিন শেখের সাথে আহত মিজান শেখের আধা শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তারই সূত্র ধরে ঘটনার দিন মমিন শেখ ও তার দুই ছেলে সোহাগ শেখ, সুজন শেখ স্ত্রী মাফিয়া বেগম তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হলে, এক পর্যায় তারা মিজান শেখকে চেনা এবং বটি দা দিয়ে মুখে এবং মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এসময় মিজানের ছোট ভাই লিটন এবং ৬ মাসের অন্তঃসত্বা স্ত্রী রুমা বেগম এগিয়ে আসলে তারা তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এদিকে এমন ঘটনার জন্য এলাকাবাসি ক্ষিপ্ত হলে তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে এসময় মমিনের স্ত্রী মাফিয়া বেগম পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি তাকে আটকে রাখলে পরে থানার এস আই কামাল হোসেন সঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, ‘ঘটনার পরপরই খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়েছে। এসময় অভিযুক্তদের একজন মাফিয়া বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের পরিবারের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। বাকি বিষয় আদালত ব্যবস্থা নিবে।’
প্রতিবেদক- কবির হোসেন মিজি
৩ এপ্রিল, ২০১৯এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।