Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চার বোনকে পিটিয়ে আহত : আটক ১
land-conflict-case

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চার বোনকে পিটিয়ে আহত : আটক ১

ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে চার বোনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত চার বোন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ৮নং ইউপির রামদাসেরবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলেই আহত শামিমা আক্তার সুমী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ-এর প্রেক্ষিতে ফরহাদ শেখ-কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

অভিযোগে জানাগেছে, রামদাসেরবাগ গ্রামের বৃদ্ধ শামছুল হুদা শেখ (৬৬)-এর সঙ্গে প্রতিপক্ষ ইয়াকুব গংয়ের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শেখ বাড়িতে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত ইয়াকুব গংরা শামছুল হুদা শেখের বসত ঘরে ঢুকে তা অবিবাহিত কন্যা শামিমা আক্তার সুমী (২২)-কে এলোপাতাড়ী মারধর করেন। ছোট বোন-কে মারধর করতে দেখে পারুল বেগম (৩৬), রহিমা বেগম (৩৪) ও রুনা বেগম (২৭) এগিয়ে গেলে তারাও মারধরের শিকার হন।

পরে স্থানীয়রা ছুটে গিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদিকে, এ হামলার ঘটনায় শামিমা আক্তার সুমী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলার বাদী শামিমা আক্তার সুমী জানায়, আমরা ইয়াকুব গংদের হাতে বারংবার মার খাচ্ছি। কিন্তু বিচার পাই না। তিনি বলেন, আমরা পাঁচ বোন। আমাদের কোনো ভাই নেই। মা-বাবা দুইজন বৃদ্ধ ও অসুস্থ্য। আমরা সংশ্লিষ্টদের কাছে ন্যায় বিচার চাই।

এ বিষয়ে ইউপি সদস্য বতু মেম্বার রোববার দুপুরে সুমী গংদের ওপর মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিনে বিরোধ চলে আসছে। বিরোধ স্থায়ীভাবে বন্ধ না হলে যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতিসহ বড় রকমের সংঘর্ষ হতে পারে।’

এ ব্যপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুর রকিব বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিবেদক : শিমূল হাছান, ১৯ আগস্ট ২০১৯