Home / উপজেলা সংবাদ / হাইমচর / গ্রেনেড হামলায় নিহত হাইমচরে আবদুল কুদ্দুস স্মরণে দোয়া ও আলোচনা
kuddus-milad

গ্রেনেড হামলায় নিহত হাইমচরে আবদুল কুদ্দুস স্মরণে দোয়া ও আলোচনা

২০০৪ সালের ২১শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জীবন বাচাতে যে ২৪ সূর্য্য সন্তান শহীদ হয়েছেন তাদের মধ্যে রয়েছে কেন্দ্রিয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল কুদ্দুছ পাটওয়ারী।

২১শে আগস্ট বুধবার সকাল তাঁর স্বরণে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনসহ শোক র‌্যালি, শহীদ আব্দুল কুদ্দুছ পাটওয়ারীর সমাধীতে পুর্ষ্পমাল্য অর্পন আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুস ছাত্তার গাজীর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোতালেব জমাদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ন আহ্বায়ক এম এ হাসান লিটনসহ দলীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক- বিএম ইসমাইল, ২১ আগস্ট ২০১৯