চাঁদপুর

চাঁদপুর কিশোর অপরাধী গ্যাং প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের প্রচারণা

কিশোর অপরাধী গ্যাং প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে ব্যতিক্রমধর্মী ও সচেতনতা সভা করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ২৫ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ তরপুরচন্ডী ১৩নং ওয়ার্ডের কাজী বাড়িসহ গাছতলা ব্রীজের আশপাশে এ সচেতনতা সভা করা হয়।

ওই এলাকার কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের হোতা পিয়াস কাজীর বাড়িতে গিয়ে পরিবারের লোকজন কে সচেতন এবং পরিবারের লোকজন কে এ বিষয়ে অবহিত করা হয়। পরে এ চক্রের সাথে জড়িত হাসান দেওয়ান, তারেক খলিফা, ফরহাদসহ কয়েক জনের বাড়িতে গিয়ে সচেতন করে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, কিশোর গ্যাং রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তারা যার ছত্রছায়ায় থাকুক না কেন কোন অপরাধী ছাড় পাবে না। আমরা এখন বাড়ি বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে সচেতন ও কিশোর গ্যাংয়ের বিষয়ে অবহিত করছি। আগামীতে কিশোর গ্যাং প্রতিরোধে কঠোরভাবে কাজ করব।

এ সময় চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, (সিপিআই) আবদুর রব, এস আই রাশেদুল ইসলাম, লোকমান, দীলিপ, এ এস আই আবু হানিফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Share